Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে কিশোর অপহরণে জড়িত ৪ যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরে কিশোর অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রবিবার (১৬ সেপ্টেম্বর) ও  সোমবার (১৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলারর জাকারিয়া মাসুদ প্রকাশ মাসুদ (২২), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আরমান হোসেন শাকিল (২০), আব্দুল আলীম (১৯), ও সাতকানিয়া উপজেলার অলিউল্লাহ নোমান প্রকাশ অলি (২৩)।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বড় ভাই জুলহাসকে ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছে দিতে গিয়ে বাসায় ফেরার পথে নগরীর নতুন রেল স্টেশন রোড এলাকায় জোবায়ের হোসেন (১৫) নামে এক কিশোর অপহরণ হয়।

কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, জোবায়ের অপহরণের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে উঠে। অপহরণকারীরা তার পরিবার থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরে পুলিশী তৎপরতায় ঠিকতে না পেরে জোবায়েরকে পুরাতন রেল স্টেশন এলাকায় চোখ বাধাঁবস্থায় ছেড়ে দেয়।

Bootstrap Image Preview