Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে খেলনা পিস্তলসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৪ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর তেজগাঁও এবং পল্টন থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ বৃহস্পতিবার ৮.১০ টায় কাওরান বাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে  তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মজিবুর রহমান (৫০), লিটন (৩২) ও সজল (২৫)।  এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।

অপরদিকে, পল্টন থানা পুলিশ ১৩ সেপ্টেম্বর, ২০১৮ বৃহস্পতিবার ২.৩০ টায় রাজারবাগ পুলিশ যাদুঘরের সামনের রাস্তা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে আরও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- আঃ হামিদ (৩৫), মফিজার রহমান (৪৭) ও আঃ মান্নান (৪৭)। এ সময় তাদের কাছ থেকে ১টি হ্যান্ডকাপ ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে তেজগাঁও এবং পল্টন থানায় মামলা দায়ের হয়েছে।

Bootstrap Image Preview