Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুকুরে খেলা করতে করতে ডুবে মারা গেল ভাই-বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরের ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (১০) ও নাইম হোসেন (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে নেমে খেলা করতে গিয়ে তারা গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে তল্লাশী চালিয়ে মৃত অবস্থায় আফিয়াকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় নাইমকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাইম মধ্যপাড়া গ্রামের আজম আলীর ছেলে ও স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্টেনের শিশু শ্রেণীর ছাত্র। আফিয়া আজম আলীর ভায়রা আলমগীর আলীর মেয়ে তথা নাইমের খালাতো বোন ও রাজশাহীর স্থানীয় এক মাদরাসার ছাত্রী। বুধবার বিকেলে আফিয়া রাজশাহী থেকে ওয়ালিয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview