Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৩ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজও দুবাই যেতে পারলেন না তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


এমনিতেই আঙুলের চোট দুশ্চিন্তায় ফেলিয়েছে তার পর আবার ভিসা জটিলতায় পড়েছেন টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।তবে তামিম একা নন সাথে আছেন আরেক ক্রিকেটার রুবেল হোসেনও।আসন্ন এশিয়া কাপের জন্য গতকাল  মাশরাফি সহ ১৩ ক্রিকেটার দুবাই গিয়েছে।

আজ (রবিবার) ভিসা সমস্যা সমাধানের কথা ছিলো তামিমের। কিন্তু সেটি হয়নি। দুবাই যাওয়ার অপেক্ষা তাঁর আরও একদিন বাড়লো। আঙুলের চোটের অবস্থা আগের থেকে ভালো। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তামিমের না খেলা নিয়ে কথা শুনা গেলেও শেষ সময়ে একাদশে দেখা যেতে পারে এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে।সেই অপেক্ষায় তামিম ভক্তরা।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল হাসান ,তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমারদাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল মুমিনুলহক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু,রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

Bootstrap Image Preview