Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৭:৫০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ০৭:৫০ PM

bdmorning Image Preview


কুমিল্লা ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

ওই তরুণীর সঙ্গে থাকা একটি ডায়েরিতে থাকা জন্ম সনদ পাওয়া গেছে। এতে লেখা আছে- তার নাম ইলমা আক্তার (১৯)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামপুর গ্রামে। বাবার নাম মামুনুর রশিদ। 

ওই ডায়েরির সঙ্গে স্থানীয় কাউতলী এলাকার জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসার একটি প্রবেশপত্র পাওয়া গেছে। এতেও নাম ইলমা আক্তার লেখা আছে।

কামাল হোসেন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই তরুণী গোধূলি ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেই। 

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ স‌হিদুর রহমান জানান, দুই নম্বর স্টেশনের পাঁচ নম্বর লেনের ৪১ নম্বর সিগনালের গোড়ায় এ তার লাশ পাওয়া গেছে। লাশ কয়েক টুকরা হয়ে গেছে। তরুণীর সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview