Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাকিবের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১১:৫৪ AM
আপডেট: ১১ নভেম্বর ২০২২, ১১:৫৪ AM

bdmorning Image Preview


ঢালিউড সুপারস্টার শাকিব খানের গাজীপুরের বাড়িতে হামলা হয়েছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র। বৃহস্পতিবার (১০ নভেম্বর) মধ্যরাতে গাজীপুরে পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়।

তারা জানান, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।

Bootstrap Image Preview