ভারতে বুধবার (২৪ অক্টোবর) রাতে উত্তর প্রদেশের আগ্রা জেলার এতমাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লা নিয়ে মারামারির জেরে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পর্বে রসগোল্লার ঘাটতির জেরে এ মারামারির সূত্রপাত হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২৬ অক্টোবর রাতে উসমান আহমেদের দুই মেয়ের সঙ্গে ওয়াকার আহমেদের দুই ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে খাবার পরিবেশনের একপর্যায়ে রসগোল্লায় টান পড়ে। এ নিয়ে বর কনে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এতমাদপুরের সার্কেল অফিসার রবি কুমার গুপ্ত জানান, বিয়ের অনুষ্ঠানে রসগোল্লায় টান পড়া নিয়ে বর ও কনে পক্ষের অতিথিদের মধ্যে তর্ক বিতর্ক মারামারিতে রূপান্তর হয়। মারামারি চলাকালে সানি নামের ২২ বছর বয়সী এক তরুণকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রবি কুমার গুপ্ত।