বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । শুক্রবার ২১ অক্টোবর সন্ধ্যায় এই খবর জানা যায়। সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে আরও কয়েকদিন দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে সালমানের। আনন্দবাজার
চিকিৎসকদের নির্দেশ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না এই অভিনেতা। এর মধ্যেই শুরু হয়ে গেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৬’। অসুস্থ হওয়ায় কারনে আপাতত বিগ বসের কাজ করতে পারছেন না এই অভিনেতা।
জানা যায়, সালমানের বদলে আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন করণ। সালমান সুস্থ হয়ে উঠলে তিনি আবার ‘বিগ বস ১৬’র সঞ্চালনার কাজে ফিরে আসবেন। তার আগ পর্যন্ত এই দায়িত্ব করণের কাধেই থাকছে।