খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের অন্তত দ্বিগুণ দামে পানি, রুটি, কলাসহ বিভিন্ন খাবার কিনতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সভাবেশস্থলের কাছাকাছি সব খাবারের দোকান বন্ধ রয়েছে। এই সুযোগে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন এমন সব খাবার ও বোতলজাত পানি।
শনিবার বেলা ২টায় খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপির এ গণসমাবেশ শুরু হবে। তবে সমাবেশের আগের দিন রাত থেকেই নেতা-কর্মীরা দলে দলে জড়ো হচ্ছেন সেখানে। জ্বালানি তেল, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম; নারায়ণগঞ্জে শাওন; মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন এবং যশোরে আব্দুল আলিম নিহত হওয়ার প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাত থেকে দলে দলে নেতা-কর্মীরা এসে সমাবেশে হাজির হচ্ছেন। ইতোমধ্যে আমরা মঞ্চ তৈরির কাজ শেষ করেছি। যথাসময়ে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।’
মো. ইসরাফিল নামের এক নেতা বলেন, ‘আমরা প্রায় এক শ জন ট্রলারযোগে সাতক্ষীরা থেকে শুক্রবার রাতে খুলনায় এসেছি। রাতে আমরা কলা ও রুটি কিনে খেয়েছি। প্রতিটি কলা ও রুটি ১৫ টাকা করে ৩০ টাকায় কিনেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন দাম আরও বেশি চাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আশপাশে হোটেল পাচ্ছি না। দূরে খেতে যাওয়াও ঠিক হবে না, তাই আজকের দিনটি শুধু পানি খেয়ে কাটিয়ে দেব।’
মোহাম্মদ আশিকুর নামের এক কর্মী বলেন, ‘পানিও এখানে কম দামে পাওয়া যাচ্ছে না। আধা লিটার পানির বোতলের দাম ১৫ টাকা হলেও এখানে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কী আর করা, পানি খেয়ে দিন পার করতে হবে।’
মিজানুর রহমান মিল্টন বলেন, রাত থেকে দলে দলে নেতাকর্মীরা এসে সমাবেশ স্থলে হাজির হচ্ছেন। এখানে লক্ষাধিক নেতা-কর্মীরা আসবেন। তাদের খাবারের ব্যবস্থা করা সম্ভব নয়। তারা নিজস্ব ব্যবস্থাপনায় খাবার কিনে খাচ্ছেন। এই দিনটির জন্য বিএনপির নেতা-কর্মীরা বহু ত্যাগ স্বীকার করছেন। অনেকে বহু দূর থেকে হেঁটে এসেছেন। অনেকে ট্রাকে তাবু মুড়িয়ে এসেছেন।’
এদিকে বিএনপির সমাবেশস্থলে পুলিশের উপস্থিত লক্ষ করা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, ‘সমাবেশে জন্য বিএনপিকে (নেতা-কর্মীদের) পর্যাপ্ত নিরাপত্তা আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তবে
বিএনপি আগেই জানিয়ে দিয়েছে সমাবেশে লক্ষাধিক নেতা-কর্মী আসবেন। দলীয় ব্যবস্থাপনায় তাদের খাবারের ব্যবস্থা করা সম্ভব নয়।