প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন এক যুবক। সুখের হল না সেই অভিজ্ঞতা। কারণ, ঘটনাচক্রে ওই একই জায়গায় কেনাকাটা করতে এসেছিলেন তার স্ত্রী ও শাশুড়ি। ধরা পড়ে গেলেন তাদের হাতে। এসময় প্রকাশ্যেই স্বামীকে জুতোপেটা করেন স্ত্রী ও শাশুড়ি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। প্রেমিকাসহ স্বামীকে হাতেনাতে ধরে স্ত্রী-শাশুড়ির জুতোপেটা করার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
করবা চৌথকে কেন্দ্র করে বিভিন্ন লোকাচার রয়েছে ভারতে। মূলত বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনা করে বিভিন্ন রীতি পালন করেন এই দিন। সেই উৎসব উপলক্ষেই প্রেমিকাকে নিয়ে বাজারে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। আর তাতেই বাধল গন্ডগোল।
ভিডিওতে দেখা গিয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুবকের কলার ধরে মারা শুরু করেন স্ত্রী ও শাশুড়ি। তাদের সঙ্গে হাত মেলান আশপাশের বেশ কিছু নারীও। মারমুখী নারীদের হাত থেকে প্রেমিককে বাঁচাতে এগিয়ে আসেন প্রেমিকা। হিতে বিপরীত হয়। মার খান তিনিও।
দোকানের সামনে মারপিট চলছে দেখে বাইরে গিয়ে মারপিট করার পরামর্শ দিতে দেখা যায় দোকান মালিককে। শেষে গাজিয়াবাদের কোতোয়ালি থানার পুলিশ এসে বন্ধ করেন মারপিট।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই যুবকের। আলাদা থাকছিলেন দু’জনে। এলাকায় শান্তিভঙ্গের অভিযোগে থানায় নিয়ে গিয়ে সতর্ক করা হয় দু’পক্ষকে।