Bootstrap Image Preview
ঢাকা, ১৬ রবিবার, মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুবলী-পূজা চেরির ‘অহঙ্কার পতনের মূল’, মিমের পোস্ট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০১:২৩ PM
আপডেট: ১০ অক্টোবর ২০২২, ০১:২৩ PM

bdmorning Image Preview


ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। গ্লামার ও অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সিনেপাড়ায় যেখানে ফ্লপের মিছিল, সেখানে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাজিমাত করেছে। 

সিনেমাটিতে মিমের চরিত্রের প্রশংসা করছেন দর্শক। চলতি মাসেই মুক্তি পাচ্ছে নায়িকার আরেক সিনেমা ‘দামাল’। যেটি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত ক্যারিয়ারে তুঙ্গে থাকা এ নায়িকা।

এর মধ্যেই শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন মিম। পুরনো একটি প্রবাদ মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন— ‘অহঙ্কার পতনের মূল... জাস্ট ওয়েট অ্যান্ড সি।’

অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সমালোচকরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন।

কাকে নিয়ে মিমের এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া? জানতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা কৌতূহলী হয়ে ওঠেন। স্ট্যাটাসে নানা মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা। কেউ টেনে আনছেন শাকিব খানকে, কেউ আবার বুবলী-পূজা চেরি প্রসঙ্গে শাকিবকে।

তবে এ বিষয়ে মিম বলেন, 'এটি আসলে তেমন কিছুই না। এ প্রবাদ আমার অনেক পছন্দ, তাই ফেসবুকে ভাগাভাগি করেছি। আর যদি কিছু থাকে আমার বার্তার মধ্যে, সেটি সময় হলে বলব।

মিম অভিনীত 'পরাণ' ব্যবসা সফলতা পাওয়ার পর আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে 'দামাল'। এ সিনেমায় মিম ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমিসহ অনেকেই।

Bootstrap Image Preview