Bootstrap Image Preview
ঢাকা, ০৯ রবিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৭ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর সামনেই বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১২:৪১ PM
আপডেট: ১০ অক্টোবর ২০২২, ১২:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


রাজধানীতে স্ত্রীর সামনেই বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী। সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন (৬৫)। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মাধবদীতে বলে জানা গেছে।নিহতের মেয়ের জামাই  মো. আলামিন জানিয়েছেন, রোববার তার শ্বশুর- শাশুড়ি জুরাইনে বেড়াতে এসেছিলেন ৷ সোমবার সকালে তারা বাড়ি ফিরতে জুরাইন বাসস্ট্যান্ডে লেগুনায় ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্যামপুর থানার উপ পরিদর্শক এসআই মো. হাসান জানিয়েছেন, নিহতের মরদেহটি ঢাকা ঢামেক মর্গে রাখা আছে। শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিহাব উদ্দিন জানিয়েছেন, বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। 

Bootstrap Image Preview