মাদারীপুরে বখাটের দ্বারা ধর্ষণের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ভিকটিমের বাবা বাদী হয়েছে সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলা সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বরের (২২) নামে মামলাটি করেছেন।
মামলাটিকে অজ্ঞাত বেশ কয়েকজনকেও আসামিকে করা হয়।
এরই মধ্যে জেলা সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ তুলে ধরে জবানবন্দিও দিয়েছে।
মামালার বিবরণে জানা গেছে, ছয় মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের বখাটে ছেলে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয় আর আতঙ্কে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। সম্প্রতি মেয়েটির পেটে ব্যথা হলে পরিবারের লোকজন জেলা সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক আল্টাসনোগ্রাম করলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে স্থানীয় মাতুব্বরদের জানালে দফায় দফায় ভিকটিমের পরিবারকে হুমকি দেওয়া হয়। পরে গণমাধ্যমকর্মী ও পুলিশের সহযোগিতায় থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বাংলানিউজকে জানান, আসামিদের ধরতে অভিযান চলছে।