Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহবাগ থেকে এইডস রোগীর মৃতদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ PM

bdmorning Image Preview


রাজধানীর শাহবাগ শিববাড়ির ফুটপাত থেকে মিলন (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এইচআইভি পজিটিভ ছিলেন বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, ‘লোক মারফত খবর পেয়ে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’ 

এসআই জোবাইন বলেন, মৃত ব্যক্তি এইচআইভি (এইডস) পজিটিভ ছিলেন। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবার নাম শাহজাহান (মৃত)। দীর্ঘদিন যাবৎ এইডস আক্রান্ত ছিলেন মিলন। রকি নিজেও এইডস আক্রান্ত। তাঁরা দুজন শিববাড়ি ফুটপাতে ঘুমাতেন। মিলন কারওয়ান বাজারে শ্রমিকের কাজ করতেন।

Bootstrap Image Preview