Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করুন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,  রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধে তিতাসের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। আপনার আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে, পাশাপাশি ১ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে।

তিতাস গ্যাস কোম্পানি জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে পাঁচ হাজার অবৈধ সংযোগ। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও দুপ্তারা ইউনিয়নের মাহনা এলাকায় দুইটি স্পটে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফের নেতৃত্বে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাঁচ কিলোমিটার এলাকা বিস্তৃত পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।

Bootstrap Image Preview