বিয়ের তিন মাসের মাথায় স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ে দাবিতে অনশনে বসেছেন এক তরুণী (১৯)। ঘটনাটি ঘটেছে, নরসিংদী রায়পুরা পৌর এলাকার হাসিমপুরে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওই তরুণী প্রেমিক মো. সামির বাড়িতে অবস্থান নেয়। তরুণীর আসার পরপরই ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে সরে যান ওই যুবক ও তার পরিবারের লোকজন।
বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের খবরে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়।
জানা গেছে, ওই তরুণীর সঙ্গে যুবক সামির চার বছরের প্রেমের সম্পর্ক। তিন মাস আগে পরিবারের ঠিক করা পাত্রের সঙ্গে তরুণীর বিয়ে হয়। ওই বিয়েতে রাজি ছিল না সে। পরে তিন মাসের মাথায় গত শুক্রবার স্বামীকে তালাক দেয় ওই তরুণী।
এদিকে সামি ওই তরুণীকে বিয়ের কথা দিলেও পরিবারের চাপের মুখে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে শনিবার সকালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে তরুণী। এদিকে ওই তরুণীর আসার পরপরই সামির পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে সরে যান।
ভুক্তভোগী তরুণী বলেন, সামির সঙ্গে আমার চার বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের পরও তার সঙ্গে নিয়মিত ফোন কথা হতো। এখন পরিবারের চাপের কারণে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না সামি। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছি। আমায় যদি বিয়ে না করে তাহলে আত্মহত্যা করব।
রায়পুরা পৌর কমিশনার নাহিদ মিয়া জানান, এ ঘটনা শুনেছি। ওই তরুণী ও তার প্রেমিকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।