Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আধুনগরে বৃষ্টির নামাজ, প্রবল বর্ষণে ভিজলেন মুসল্লিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ AM

bdmorning Image Preview


সারাদেশে চলছে শুষ্ক আবহাওয়া ও তাপপ্রবাহ। তীব্র গরমে হাঁসফাঁস করছেন কর্মজীবী মানুষ। বৃষ্টির আশায় হাহাকার চলছে চারিদিক। এসময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসায় সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজ শেষ হতেই শুরু হয় টাপুর টুপুর বৃষ্টির ফোঁটা পড়া।  

জানা যায়, বৃষ্টির নামাজের বিষয়ে বুধবার মাদরাসার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে নামাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ নামাজের গুরুত্ব তুলে ধরেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মুহাম্মদ খালেদ জমীল। এরপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।  

নামাজে ইমামতি করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গনী। নামাজের পর খুতবা ও দোয়াও পরিচালনা করেন তিনি। নামাজ শেষ হতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। এরপর দোয়া শেষ হতে হতে মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়। ফলে মাঠেই বৃষ্টিতে ভিজতে থাকেন উপস্থিত মুসল্লিরা।  

Bootstrap Image Preview