Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিডনি বেচার টাকা নিয়ে স্ত্রী অন্যের ঘরে, দুঃখে স্বামীর আত্মহত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২ PM
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২ PM

bdmorning Image Preview


স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে অন্য একজনকে গোপনে বিয়ে করায় আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এমন দাবি করেছেন তার মা জাহানারা খাতুন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুনের বাবার বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেন আতাউর।

মৃত আতাউরের মা জাহানারা খাতুন দাবি করেন, তার ছেলে প্রথমে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করেন। তাদের দুটি মেয়ে আছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনাকে দ্বিতীয় বিয়ে করেন আতাউর। এরপর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে তিন লাখ টাকা এনে তিনি তার ছোট স্ত্রী রুবিনাকে দেন। টাকা পাওয়ার পর রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছেন। এ খবর জানার পর বিষপান করেন আতাউর। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

এদিকে আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুনেছি তাদের দুই মাস আগে ডিভোর্স হয়েছিল।

কিডনি বিক্রির টাকা দ্বিতীয় স্ত্রীকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু তার জানা নেই।

Bootstrap Image Preview