রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) গার্ডার ভেঙে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেটকারের ওপর পড়ে।
নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)।
আজ সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীমুদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নিহতরা সবাই একটি টয়োটা গাড়িতে ছিলেন।
"জসিমউদ্দীন এলাকায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ড একটি প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ে। এতে তিনজন মারা যান, দুজন গুরুতর আহত হয়েছেন।"