Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে বিদ্যুতের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১০:৫০ AM
আপডেট: ২৩ জুলাই ২০২২, ১০:৫০ AM

bdmorning Image Preview


দেশে বিদ্যুতের অভাব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশবাসী‌কে বিদ্যুৎ সাশ্রয়ে অনুরোধ করেছেন মন্ত্রী।

শুক্রবার (২২ জুলাই) বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মো‌মেন বলেন, যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্যতেল দেবে। আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছে করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। এসময় ড. মো‌মেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮-২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাদের বৈধতা দেবে তারা।

Bootstrap Image Preview