মাগুরার শ্রীপুর উপজেলা থেকে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে বুধবার রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। তিনি জানান, নানার বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাবনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ‘মৃত্যুর’ কারণ এখনও জানা যায়নি।
কামরুল আরও জানান, লাবনীর মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ময়নাতদন্তের জন্য সেটি মাগুরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার দাদার বাড়ি শ্রীপুরের বরালিদাহ গ্রামে।
ওই পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুল আজম স্থানীয় নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
লাবনীর স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান চিকিৎসার জন্য ভারতে আছেন।