Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যমুনা গ্রুপের পরিচালক হলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১২:০৭ AM
আপডেট: ১৭ জুলাই ২০২২, ১২:০৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যমুনা গ্রুপে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী।

শনিবার (১৬ জুলাই) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গোলাম রাব্বানী বলেন, আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি গতকাল শুক্রবার থেকে।

তিনি বলেন, যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। বলা যায়, পরিচালক, অ্যাডমিনের যে কাজ, সেগুলো আমার করতে হবে। পাশাপাশি অন্য কাজও করতে হবে।

রাব্বানী বলেন, এখানে আমার কাজের স্বাধীনতা আছে। কারণ আমার কোনো বস নেই। মালিকের পরের পজিশনই আমার।

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন গোলাম রাব্বানী। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। ডাকসুর মেয়াদ শেষে `টিম পজিটিভ বাংলাদেশ` নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী। চাকরির পাশাপাশি স্বেচ্ছাসেবী এ সংগঠনে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview