Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সয়াবিন তেল নিয়ে কারসাজি , সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৪:২৫ PM
আপডেট: ১৪ জুলাই ২০২২, ০৪:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিএসটিআইয়ের দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এই আদেশ দিয়েছেন।

বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন এ’র মাত্রা কম।

এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬।

Bootstrap Image Preview