Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সবার চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি, জাজিরা প্রান্তে আটক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৩:৫০ PM
আপডেট: ০৭ জুলাই ২০২২, ০৩:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নির্দেশনা অমান্য করে পদ্মা সেতু হয়ে গন্তব্যে যাওয়ার সময় মোটরসাইকেলসহ এক চালককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটক খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানি পারা গ্ৰামের গোলাম মোস্তফার ছেলে। তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বেলা ১১টার দিকে তাকে জাজিরা প্রান্ত থেকে আটক করা হয়।

পদ্মা দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হাসান জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ। বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়। মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview