Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০২:১০ PM
আপডেট: ০৫ জুলাই ২০২২, ০২:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের তরা নামক স্থানে ট্রাক ও সেলফি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে আশিক গাজী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নিহত আশিক গাজী রাজবাড়ী জেলার ভ্রাম্যণদিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।

তার মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

এদিকে, দুর্ঘটনাস্থলের দু'পাশে যানাবাহনের আটকা পড়ে দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview