লিফট দেয়ার কথা বলে গাড়িতে তুলে এক নারী ও তার ছয় বছর বয়সী মেয়েশিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলার রুরকি শহরে।
রোববার (২৬ জুন) স্থানীয় পুলিশ সুপার (গ্রামীণ) প্রমেন্দ্র ডোভাল জানান, নিজের ছয় বছর বয়সী মেয়েশিশুকে নিয়ে রাতে পিরান কালিয়ার নামক একটি জায়গা থেকে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে সোনু নামে এক ব্যক্তি তাকে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তোলে। ওই ব্যক্তির কয়েকজন বন্ধু আগে থেকেই গাড়িতে ছিল।
পরে সোনু এবং তার সহযোগীরা ওই নারী ও তার মেয়েকে চলন্ত গাড়িতে ধর্ষণ করে একটি খালের কাছে ফেলে রেখে যায়। খবর এনডিটিভি।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী কোনো রকমে মধ্যরাতে থানায় পৌঁছতে সক্ষম হন এবং পুলিশকে জানান।
পুলিশ জানায়, গাড়িতে কতজন পুরুষ ছিল, তা সঠিকভাবে জানাতে না পারলেও যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল তার নাম সোনু বলে জানান ওই নারী।
ওই নারী ও তার মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষায় তাদের ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের আটক করা যায়নি।