সর্বশেষ আস্ত একটা হরিণকে খেয়েছে বিশালাকার পাইথন। যেনতেন পাইথন নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাওয়া সবচেয়ে বড় আকারের পাইথন এটি। পাইথনটিকে উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৯৮ কিলোগ্রাম (কেজি) ওজনের পাইথনটি ১৮ ফুট লম্বা।
নারী বার্মিজ পাইথনটিকে নিয়ে গবেষণা করা হবে। গত বুধবার জীববিজ্ঞানীদের হাতে ধরা পড়ার আগে ২০ মিনিট ধরে তাদের গলদঘর্ম করেছে পাইথনটি।
ফ্লোরিডায় অবশ্য পাইথন অনেকেই বাড়িতে পুষে থাকেন। জীববিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর ধরে দায়িত্বজ্ঞানহীন পোষা পাইথনের মালিকরা তাদের ছেড়ে দেওয়া কিংবা এগুলো পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ফলে ফ্লোরিডায় পাইথনের সংখ্যা বেড়ে যাচ্ছে।
জীববিজ্ঞানী ইয়ান বার্তোজেক বলেছেন, ফ্লোরিডায় যে বার্মিজ নারী পাইথন উদ্ধার করা হয়েছে, তা একটি জিরাফের উচ্চতার সমান। একটি পুরুষ পাইথনের দেহে ডিভাইস যুক্ত করে দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
তিনি আরো বলেন, আমরা জানি পুরুষ পাইথনটি সেখানে কোনো না কোনো কারণে এসেছিল। পরে তাকে নারী পাইথনটির সঙ্গে দেখা যায়। পুরুষ পাইথনটি ১৬ ফুট লম্বা। নারী পাইথনটির বয়স ২০ বছরের বেশি হবে।
গবেষকরা ফ্লোরিডায় পাইথন খুঁজছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। জীববৈচিত্র্য ঠিক রাখার স্বার্থে তারা পাইথন ধরছেন বলে জানিয়েছেন।
সূত্র : বিবিসি।