রাশিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় আজ শুক্রবার সকালে রাইয়াজান শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।
ইলিউশিন আইএল-৭৬ কার্গো বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই বিমানে আগুনও ধরে যায়।
বিমানে আরোহী ছিল ৯ জন। দুর্ঘটনায় আরোহীদের ছয়জন আহত হয়েছেন।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এমনকি বিমানটি কোন সংস্থা পরিচালনা করছিল, সেটাও জানা যায়নি।
সূত্র: এনডিটিভি।