Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টায় যমুনায় পানি বেড়েছে ৪৯ সেন্টিমিটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৯:৫৭ PM
আপডেট: ১৭ জুন ২০২২, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টি প্রভাবে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিদিন নদীতীরের নতুন নতুন এলাকা, চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে এসব এলাকার আবাদি জমির ফসল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে।

এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শনিবার সকালে তা বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করা হচ্ছে।

Bootstrap Image Preview