Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমান আটকে রাখার জেরে শ্রীলঙ্কায় সব ফ্লাইট বাতিল করেছে রাশিয়ার অ্যারোফ্লট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ০৫:২৯ PM
আপডেট: ০৪ জুন ২০২২, ০৫:২৯ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে রাশিয়ার পতাকাবাহী, দেশটির সবচেয়ে বড় বিমান সংস্থা অ্যারোফ্লট। সেই সাথে সংস্থাটি কলম্বোয় টিকিট বিক্রি করাও স্থগিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রায় ২০০ জন যাত্রী নিয়ে মস্কোতে ফেরার কিছুক্ষণ আগে শ্রীলঙ্কায় অ্যারোফ্লট এর 'Airbus A330' বিমানটি জব্দ করা হয়েছিল। এরপর শুক্রবার বিমানটি ফের উড়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছিল, কলম্বো কমার্শিয়াল কোর্টের এক আদেশের পর বিমানটিকে আর রাশিয়ায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ওই নিষেধাজ্ঞা ১৬ জুন পর্যন্ত বহাল থাকবে।

এখন অ্যারোফ্লট কর্তৃক শ্রীলঙ্কায় ফ্লাইট বাতিলের কারণ ব্যাখ্যা করা হয়েছে সংস্থাটির তরফে। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর।
অ্যারোফ্লট এক বিবৃতিতে বলেছে, "শ্রীলঙ্কায় প্রতিকূল পরিস্থিতির কারণে এয়ারলাইন্সের (অ্যারোফ্লট) বাধাবিহীন ফ্লাইট নিশ্চিত করতে" এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার পর গত মার্চ মাসে রাশিয়ার পতাকাবাহী বিমান অ্যারোফ্লট আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করেছিল। কিন্তু, এটি এপ্রিল মাসে কলম্বোতে ফের তার কার্যক্রম শুরু করে।

Bootstrap Image Preview