Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২২, ০২:১২ AM
আপডেট: ১৪ মে ২০২২, ০২:১২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিকেলে নতুন কমিটি ঘোষণার পর রাতে সংঘর্ষে জড়িয়েছে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর সংঘর্ষ শুরু হয়৷ 

জানা গেছে, আধিপত্য বিস্তারে হল দখল করতে গেলে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আজ ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷

এ বিষয়ে কথা বলতে কলেজ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এর আগে আজ (শুক্রবার) বিকেল সম্মেলনের দীর্ঘ দুই বছর নয় মাস পর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার
সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview