Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুলাভাইয়ের সঙ্গে পার্কে ঘুরতে আসা নারীকে গনধর্ষণ, সেই সোহাগ গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১২:২৬ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ১২:২৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বরগুনার তালতলীতে ইকোপার্কে গণধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি জানান, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান গ্রেপ্তার সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোহাগ পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী গ্রামের আলী আহম্মদ হাওলাদারের ছেলে।

ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসা এক নারী পর্যটককে গণধর্ষণের মামলার প্রধান আসামি সোহাগ হরিণবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে সোহাগকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ বিকেলে দুলাভাইয়ের সঙ্গে টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে যান এক নারী। পরে মোটরসাইকেলের ড্রাইভারের কাছে ওই নারীকে রেখে পানি আনতে দোকানে যান দুলাভাই। এই সুযোগে মোটরসাইকেল ড্রাইভারকে গাছের সঙ্গে বেঁধে চার বখাটে ওই নারীকে গণধর্ষণ করে অচেতন অবস্থায় তাকে ইর্কোপার্কে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন তার দুলাভাই। এ ঘটনায় ওই বছরের ১ এপ্রিল ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview