পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এলজিবিবটি অধিকার দেওয়া হবে না।
মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে প্রতিমন্ত্রী বলেন, গত তিন বছর গত তিন বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৯০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা নাকি আইনশৃঙ্খলা বাহিনীর দু-একজন সদস্যের ওপর ব্যবস্থা নিয়েছি, এটা ঠিক নয়। গত তিন বছরে র্যাব ও পুলিশের ১৯০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি বলেন, মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া রাজনৈতিক কারাবন্দি। তবে তিনি রাজনৈতিক কারাবন্দি নন। মানবিক কারণে তাকে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় যেতে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, মার্কিন প্রতিবেদনে বাংলাদেশে এলজিবিটি অধিকার নেই উল্লেখ করা হয়েছে। তবে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এই অধিকার দেওয়া হবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
শাহরিয়ার আলম বলেন, মার্কিন প্রতিবেদন আমরা স্টাডি করছি। এরপর বিস্তারিত প্রতিক্রিয়া জানাব। ভ্রান্ত তথ্যগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখব।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ২০২১-এ যে পরিমাণ গুম-খুনের কথা এখানে বলা হচ্ছে, আমাদের রেকর্ডে কিন্তু সে পরিমাণ নেই। আমরা সবসময়ই আমাদের নিরাপত্তা বাহিনীর দ্বারা যদি কেউ বন্দুকযুদ্ধে নিহত হন, নিরাপত্তাবাহিনী আত্মরক্ষায় যদি গুলিও করে তবে প্রত্যেক ঘটনায় তদন্ত করেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর ঘটনার সত্যতা প্রমাণ হলে তাদের আমরা সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিই। আর যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন এখানে ঘটনাটি অন্যায় বা অসতর্কতায় হয়েছে, সেটা আমরা বিচার বিভাগে পাঠিয়ে দিই।