Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদের আগে অনির্দিষ্টকালের জন্য দর্জি দোকান বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১১:৫১ AM
আপডেট: ১১ এপ্রিল ২০২২, ১১:৫২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মালিকপক্ষ ও পোশাক তৈরি কারিগরদের মধ্যে কাপড় সেলাইয়ের (রেট) দাম নিয়ে বনিবনা না হওয়ায় দর্জি মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য দোকার বন্ধ করে দিয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। রবিবার (১০ এপ্রিল) থেকে তারা বাজারের সব দোকান বন্ধ করে দেয়। পরে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।

উপজেলা দর্জি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, এবার ঈদ উপলক্ষে কারিগররা কাপড়ের প্রতি পিস সেলাইয়ে বাড়তি টাকা দাবি করেছেন। যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ ওদের দাবি অনুযায়ী রেট বাড়ালে গ্রাহকের ওপর চাপ পড়বে। এজন্য এর প্রতিবাদে আমরা উপজেলা দর্জি মালিক সমিতি অনিদির্ষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছি।

এ বিষয়ে কারিগর সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেড়েছে। সে অনুযায়ী কারিগররা রেট কিছুটা বাড়ানোর অনুরোধ করেছে। সামনে ঈদ তাই যাতে মালিকপক্ষ ও কারিগরদের মধ্যে সমস্যা দূর হয় ও কারিগররা দ্রুত কাজে ফিরতে পারে সে জন্য চেষ্টা চলছে। সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। কারণ ঈদের আগে গ্রাহকরা বিড়ম্বনায় পড়েছেন। আমরা উভয়পক্ষকে নিয়ে দ্রুত একটা মীমাংসায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Bootstrap Image Preview