Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ঔষধ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আনন্দবাজার পত্রিকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ০৬:০০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২২, ০৬:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ থেকে দেওয়া ওষুধের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগকে ভিত্তিহীন বলছে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ওষুধ নিয়েছে ভারত। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিবেশী দেশ ভারতে যখন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ আশঙ্কাজনক, ঠিক তখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় করোনার মৃদু উপসর্গের রোগীদের চিকিৎসার জরুরি ওষুধ ডক্সিসাইক্লিন ক্যাপসুলসহ জীবন রক্ষাকারী বেশ কয়েক রকমের ওষুধ পাঠানোর।

সে অনুযায়ী গত বছরের মে মাসে ভারতকে ওষুধগুলো উপহার হিসেবে দেয় বাংলাদেশ, যা ধাপে ধাপে দেশটির বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। তবে মঙ্গলবার ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকা ওষুধ নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে।

বিষয়টি নিয়ে সোমবার ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতে মহামারি মোকাবিলায় সাহায্যের উদ্দেশ্যে এসব ওষুধ পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এহসানুল কবির জগলুল বলেন, ‘ভারত সরকারকে মে মাসে আমরা ওষুধগুলো পাঠিয়ে দিই। ভারত সরকারই এ ব্যাপারে সবকিছু বন্দোবস্ত করে নিয়ে যায়।’ এ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে একটি অনুষ্ঠানও হয় বলে জানান তিনি।

ভারত সরকার যথাযথ নিয়ম মেনেই গ্রহণ করেছে ওষুধগুলো। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার ভিত্তিহীন অভিযোগ দুঃখজনক। এ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের কোনো অবকাশ নেই।

এ বিষয়ে এহসানুল কবির জগলুল বলেন, ‘আমাদের পাঠানো ওষুধগুলো হয়তো তারা ধাপে ধাপে ব্যবহার করছে। এরই পরিপ্রেক্ষিতে সে দেশে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখান থেকে আলোচনা হচ্ছে এই ওষুধগুলো কোথা থেকে এলো।’

বতমানে দেশের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ওষুধ রফতানি করছে বাংলাদেশ। আর অনুন্নত ৪৮ দেশের মধ্যে ওষুধ উৎপাদনে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

Bootstrap Image Preview