Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮৭ বার করোনার টিকা নিয়েছেন জার্মানির এক ব্যক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১০:২২ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০২২, ১০:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জার্মানির এক ব্যক্তি অন্তত ৮৭ বার করোনার টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ টিকাবিরোধীদের কাছে তিনি টিকার কাগজপত্র বিক্রি করতেন বলে কর্তৃপক্ষ মনে করছে৷

‘ফ্রায়ে প্রেসে’ সংবাদপত্র শুক্রবার জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ৬১ বছর বয়সী ওই ব্যক্তি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সোনি ও সাক্সোনি-আনহাল্ট রাজ্যের টিকা কেন্দ্রগুলো থেকে টিকা নেন বলে পত্রিকাটি জানিয়েছে৷ তবে শুধু সাক্সোনি রাজ্যেই তিনি ৮৭ বার টিকা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে তার টিকা নেয়ার সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ওই ব্যক্তি এক দিনে সর্বোচ্চ তিনবার টিকা নেন বলে জানা গেছে৷

জার্মান রেড ক্রসের মুখপাত্র কাই ক্রানিশ ফ্রায়ে প্রেসেকে জানান, ড্রেসডেন শহরের এক টিকা কেন্দ্রের এক কর্মী ওই ব্যক্তিকে চেনেন বলে সন্দেহ পোষণ করেছিলেন।

টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময় ওই ব্যক্তি তার নাম ও জন্মতারিখ দিয়েছিলেন। টিকা কেন্দ্রে তিনি স্বাস্থ্য বিমার কার্ডও দেখাননি।

এই ঘটনায় জার্মানির স্বাস্থ্য খাতের একটি দুর্বলতা উঠে এসেছে৷ দেশটিতে চিকিৎসা সংক্রান্ত তথ্য এখনো পুরোপুরি ডিজিটাইজড করা হয়নি কিংবা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা যায়নি৷

জার্মানির ৭৫ শতাংশ মানুষ করোনার পুরো টিকা নিয়েছেন। পশ্চিমা ইউরোপের দেশগুলোর তুলনায় সেটা কম। কারণ স্পেনের ৮৫ শতাংশ, পর্তুগালের ৯১ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।

Bootstrap Image Preview