অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী অন্তু রায় (২০)। সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, অন্তু খুবই মেধাবী ছাত্র ছিল। তবে তার পরিবারে আর্থিক অনটন ছিল। পাশাপাশি কুয়েটের ড. এম এ রশিদ হলেও তার অনেক টাকা বকেয়া হয়ে গিয়েছিল। গত রোববার অন্তু তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার মা তাকে ৩ হাজার টাকা দিয়েছিল। এরপর সোমবার সকালে তার বাবা দেবব্রত রায় ও তার মা মাঠে যায় কাজ করতে। তার ছোটবোন বেলা ১১টার দিকে প্রাইভেট পড়া শেষ করে এসে ঘরের মধ্যে অন্তুর লাশ ঝুলতে দেখে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবায়দুরর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে জন্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।