পানি, বিদ্যুৎ, গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের এলাকাভিত্তিক দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, অভিজাত এলাকা ও সাধারণ এলাকার বাসিন্দাদের নাগরিক সুবিধার বিল সমান হতে পারে না। গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা ও যাত্রাবাড়ীর পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের চার্জ সমান হলে সবাই অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধার এলাকায় থাকতে চাইবে না। তাই অঞ্চলভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।
আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের ওপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএনসিসি নগরভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, অটোমেশনের মাধ্যমে সত্যিকার অর্থে নাগরিক সেবা সহজীকরণের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তবে অটোমেশনের ব্যবস্থাপনায়ও কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোকে মোকাবিলা করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ সিদ্ধান্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।