Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৫:০৮ PM
আপডেট: ২৮ মার্চ ২০২২, ০৫:০৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবির ধর্ষণ মামলায় এজাহারভু্ক্ত পলাতক আসামিকে দশ মাস পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. তারেক রহমান (২৪) কোম্পানীগঞ্জের ৮নং চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।

শনিবার (২৬ মার্চ) তারেক রহমান আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাবিকে ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ২০২১ সালের ২০ মে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় তারেক রহমানকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। পরে গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

এসপি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও তানভীরুল হক চৌধুরী অভিযান চালিয়ে মামলার দশ মাস পর তারেক রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Bootstrap Image Preview