Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীর অন্তর্বাসের উপর দিয়ে পুরুষাঙ্গ ঘষলে তা কি ধর্ষণ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১২:৪২ AM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ১২:৪৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কোনও নারী অন্তর্বাস পরে আছেন। তার উপর দিয়েই কোনও পুরুষ তার যৌনাঙ্গ ঘষেছেন। তবে কি সেটি ধর্ষণ বলে বিবেচ্য হবে? ভারতের মেঘালয় হাইকোর্ট জানিয়ে দিল এক্ষেত্রেও ধর্ষণের অভিযোগে ওই পুরুষকে অভিযুক্ত করা হবে। এবার মূল মামলার প্রসঙ্গে আসা যাক। ২০০৬ সালে ১০ বছরের এক কিশোরীর যৌনাঙ্গ পরীক্ষা করে দেখা যায় তার সতীচ্ছদটি ছিঁড়ে গিয়েছে। এরপর চিকিৎসক জানিয়ে দেন এটি ব্যায়াম করে হয়নি। বাইরে থেকে কিছু ঢোকানো হয়েছিল মেয়েটির যৌনাঙ্গে। এদিকে অভিযুক্ত চিরফুলসন স্নাইটাং ঘটনার কথা স্বীকার করে নেন। তাকে ২০১৮ সালে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে ওই যুবক পরে অবশ্য তার বয়ান থেকে সরে এসে জানায় আমি এক বলেছিলাম আর এক বুঝেছিলেন কর্তৃপক্ষ। তার আইনজীবী আদালতে জানান, ওই যুবক শুধুমাত্র তার লিঙ্গটি মেয়েটির অন্তর্বাসের ঘষেছিলেন। তিনি কোনওভাবেই লিঙ্গটি মেয়েটির যোনিতে প্রবেশ করাননি। এদিকে শুনানি চলাকালীন ওই কিশোরী জানায় যে ওই যুবক তার প্যান্টি খোলেনি। এমনকী তার এতে যন্ত্রণাও হয়নি বলে কিশোরী উল্লেখ করে।

এদিকে ৩৭৫ ধারায় বলা হচ্ছে কোনও মহিলার অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে সঙ্গম করা হলে তা ধর্ষণ বলে বিবেচ্য হবে। এদিকে অভিযুক্তের আইনজীবী জানান মেয়েটি অন্তর্বাস পরেছিল। সেক্ষেত্রে কোনও কিছু তার যোনিতে প্রবেশ করানো হয়নি। চিফ জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ওয়ানলুরা দিয়েনদোর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এটা যদি মেনেও নেওয়া হয় যে কিশোরী সেই সময় আন্ডারপ্যান্ট পরেছিল ও অভিযুক্ত তার যৌনাঙ্গ সেই আন্ডারপ্যান্টের উপরেই ঘষেছে। সেক্ষেত্রে প্রবেশ করানোর ক্ষেত্রে কোনও সমস্য়া হওয়ার কথা নয়। আন্ডারপ্যান্ট পরা অবস্থাতেও যোনিতে কিছু প্রবেশ করানো তা ৩৭৫(বি) এর উদ্দেশ্যকেই চরিতার্থ করে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন অনেকেই।

Bootstrap Image Preview