Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের পথে ইউক্রেন: জেলেনস্কি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১২:২০ AM
আপডেট: ১২ মার্চ ২০২২, ১২:২০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউক্রেন বিজয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১১ মার্চ) টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা একটি সন্ধিক্ষণে পৌঁছে গেছি। কিন্তু ইউক্রেনের ভূমিকে মুক্ত করতে কতদিন লাগবে, তা বলা সম্ভব না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিন্তু আমাদের ভূমি মুক্ত করতে পারব। ইতিমধ্যে কৌশলগতভাবে একটি সন্ধিক্ষণ অর্জন করেছি। আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। শক্তিশালী ও একগুঁয়ে শত্রুর বিরুদ্ধে এটি দেশপ্রেমের যুদ্ধ আখ্যায়িত করে তিনি জানান, শত্রুরা তাদের হাজার সেনা নিহত হলেও পরোয়া করছে না।

অভিযানে রাশিয়া ভাড়াটে খুনিদের ব্যবহার করছে জানিয়ে জেলেনস্কি বলেন, কামানের বহর, বোমা ও ক্ষেপণাস্ত্র, এরপর তারা সিরীয় ভাড়াটে খুনিদের ব্যবহার করছে। এসব খুনিদের কেবল মানুষ হত্যার জন্য গড়ে তোলা হয়েছে। কার কী ভাষা, সেই পার্থক্যও করতে জানে না তারা।

রাশিয়া যখন হামলা জোরদার করছে, তখন আরও বেশি সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কেবল ডোনবাসেই না; বেলারুশেও হামলার পরিকল্পনা করেছিল ইউক্রেন। শুক্রবার তিনি বলেন, অভিযানের ছয় ঘণ্টা আগে সেখানে যদি চারটি অবস্থানে নিবৃত্তিমূলক হামলা করা না হতো, তবে বেলারুশ ও রাশিয়ায় আমাদের সেনাদের ওপর তারা হামলা চালাত। আমি আপনাদের মানচিত্র দেখাতে পারব।

তিনি আরও বলেন, আমরা এই যুদ্ধ লেলিয়ে দিইনি। আমাদের বিবেক পরিষ্কার। তবে আমরা শুরু করেছি, যা ভালো হয়েছে। মস্কো ও মিনস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়ন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। কিন্তু সফল হয়েছে।

শুক্রবার সকালে লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলেন পুতিন। তিনি বলেন, নিষেধাজ্ঞার শর্তের মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন। তবুও ব্যাপক সফলতা রয়েছে। এমনকি ১৯৯০ সালের পরেও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমরা একটি নতুন ও আধুনিক সময় পার করেছি।

Bootstrap Image Preview