অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুককে আহ্বায়ক করে ২০১৭ সালে গঠন করা হয়েছিল ‘চলচ্চিত্র পরিবার’। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন ছিল প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্ত। তবে ৯ মার্চ পরিচালক সমিতির কার্যলয়ে এক বৈঠকে আপাতত ‘চলচ্চিত্র পরিবার’কে অকার্যকর করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন।
এখন থেকে চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে ও শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে এই কমিটি।
এবার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা আলমগীর। যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করবেন চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু ও প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন নির্মাতা শাহীন সময়, চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু ও অভিনেত্রী নিপুণ আক্তার।