Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে মুসলিম দেশ সরাসরি রাশিয়ার পাশে দাঁড়িয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৯ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সোমবার সকল হুমকি ধামকি উপেক্ষা করে ইউক্রেনের বিরোধপূর্ণ লুহানেস্ক ও ডোনাস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তিনি এক সরকারি আদেশ জারি করে এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর থেকে পুরো বিশ্বের প্রায় সবগুলো দেশ রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা জানিয়েছে।

তবে রাশিয়ার পর আরেকটি দেশ লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আর সেটি হলো বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সিরিয়া।

দিমিত্রি সাবলিন রাশিয়ার একজন সাংসদ, যিনি সিরিয়ার বিষয় নিয়ে কাজ করেন তিনি রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন তিনি নতুন দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেবেন।

এ ব্যাপারে সাংসদ দিমিত্রি সাবলিন বলেন, আমি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সিরিয়া দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন যেভাবে ২০০৮ সালে জর্জিয়ার বিরোধপূর্ণ অঞ্চল দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

Bootstrap Image Preview