ডাস্টার লিমিটেডের করপোরেট অফিস গুলশানে ১০ দিনব্যাপী হুভার বাংলাদেশের মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
হুভার বাংলাদেশ কেক কেটে মেলার উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন হুভার বাংলাদেশ এবং ডাস্টার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুল ইসলাম, পরিচালক আ.ন.ম জহিরুল আবেদীন, বিজনেস উপদেষ্টা আলী আসগর মিরন, সহকারী ম্যানেজার, বিজনেস ডেভলপমেন্ট মার্সেল অনি গমেজ, সেলস অফিসার মোহাম্মদ নূর আহসান পূলক প্রমুখ।
মেলা উপলক্ষে হুভার বাংলাদেশ তাদের পণ্য সামগ্রী, দর্শকদের জন্য প্রদর্শনী করেছে। তবে এই মেলার প্রধান আকর্ষণ হলো পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫ হাজার থেকে ১০ হাজার টাকার নিশ্চিত গিফট ভাউচার!
হুভার প্রায় ১০০ বছর ধরে বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯০৭ সালে হুভারের যাত্রা শুরু হয়। হুভারের ফ্লোর ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার এবং কার ওয়াশার বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা বেশ আস্থার সঙ্গে পূরণ করে আসছে।