Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে ঘাড়ে নিয়ে ভাইরাল হওয়া সোহেল চাঁপাইনবাবগঞ্জের বকুল, স্ত্রী-সন্তান রেখে নিখোঁজ হন ১৫ বছর আগে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভালোবাসা দিবসে বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়া ময়মনসিংহের ত্রিশালের প্রতিবন্ধী স্ত্রী রওশন আরাকে ঘাড়ে নিয়ে চলাফেরা করে খ্যাতি অর্জন করা যুবক সোহেল তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উল্লেখ্য করলেও তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শামপুর গ্রামে বলে দাবি করেছে এলাকার লোকজন।

প্রথম স্ত্রী দাবি করা শুরাতন বেগম জানান, সোহেল মিয়া নাম বলা হলেও তার স্বামীর নাম মোখলেসুরর রহমান, ডাক নাম বকুল। একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের বকুলের সঙ্গে তার বিয়ে হয় ১৯৯২ সালে। এরপর ২০০৪-২০০৫ সালের দিকে ঢাকা যাওয়ার কথা বলে, তার স্বামী তার ফিরেনি।

তিনি আরো জানান, তার তিন ছেলে এক মেয়ে। ছেলে মেয়েদের নিয়েই তিনি এরপর অনেক কষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন।

চা দোকানি বড় ছেলে সিহাব জানান, তার বাবাকে ফেসবুক, টিভিতে দেখে চিনতে পেরেছেন। এতোদিন জানতাম বাবা নিখোঁজ। তার মা অনেক কষ্টে তাদের বড় করেছে। তার বোনের বিয়ে দিয়েছে। 

প্রসঙ্গত, সোহেল-রওশনের ভালোবাসার গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হলে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জামানকে তার পক্ষে থেকে তাদের উপহার সামগ্রী প্রদান ও খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন।

Bootstrap Image Preview