Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাচা হারালেন তামিম ইকবাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের সাবেক ক্রিকেটার আকরাম খানের সহোদর ও তামিম ইকবালের চাচা আকবর খান আর নেই। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জানা গেছে, আকবর খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে আকবর খানের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

‘উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলেন তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে।ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ম করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের জানাজা অনুষ্ঠিত হবে।’

Bootstrap Image Preview