Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ হাজার শীতার্তের পাশে অভিযাত্রিক ফাউন্ডেশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২২, ০৩:৩৪ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২২, ০৩:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রতি বছরের মতো এবারও দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক অলাভজনক সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন। রাজধানী ঢাকাসহ দেশের মোট ৭টি স্থানে ৮ হাজার কম্বল বিতরণ করেছে সংস্থাটি।

ঢাকা ছাড়াও রংপুর, বুড়িমারি, ত্রিশাল, গলাচিপা, পটুয়াখালি ও চরলতাসহ বেশ কিছু এলাকার নিম্ন ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার কম্বল সহায়তা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।

অভিযাত্রিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনস্বার্থে কাজ করছে। 'অভিযাত্রিক স্কুল' এর মাধ্যমে ৬০০ জন শীক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করা হয়। এছাড়াও ২০১৯ সাল থেকে 'আমার দাওয়াত', প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ১ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঢাকার মোট ৩০টি পয়েন্টে সংস্থাটির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

Bootstrap Image Preview