আজ ২৮ জানুয়ারী শিল্পকলা একাডেমিতে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন 'অভিনয়শিল্পী সংঘ' নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি'র আহবায়ক ও দৈনিক সময় সংবাদ এর জেষ্ঠ প্রতিবেদক ইমরানুল আজিম চৌধুরী কে প্রিন্স রাফি নামের এক অভিনেতা লাঞ্ছিত করেন।
প্রিন্স রাফি গেইটে দায়িত্ব পালনকালে শিল্পী সংঘের অনেককে প্রবেশে বাঁধা সৃষ্টি করছিলেন এবং শিল্পী সংঘের সদস্যদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। তারই ভিডিও সংগ্রহ কালে প্রিন্স রাফি তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি'র আহবায়ক ইমরানুল আজিম চৌধুরীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করেন৷ এবং তাকে হুমকি দেন।
এ বিষয়ে ইমরানুল আজিম চৌধুরী নির্বাচন কমিশনার এর কাছে যেতে চাইলে তাকে সেখানে যেতে দেওয়া হয়নি।