Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘তুমি যদি ৫ লাখ টাকা দাও তা হলে সব পোস্ট ডিলিট করে দেব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৮:৪৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২২, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজশাহীর কাটাখালী উপজেলায় রোকনুজ্জামান মানিক নামে এক বালু ব্যবসায়ী জনি ইসলামের কাছে ফেসবুকে পোস্ট দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

ভুক্তভোগী জনি ইসলাম মঙ্গলবার কাটাখালী থানায় অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, জনি ইসলাম কাটাখালীর একজন বালু ব্যবসায়ী। গত ২১ জানুয়ারি দুপুরের পর একই এলাকার রোকনুজ্জামান মানিক নামে এক ব্যক্তি সামাজিকমাধ্যম ফেসবুকে জনি ইসলামের নাম উল্লেখ করে লেখেন— ‘শুনো জনি। তুমি যদি ৫ লাখ টাকা দাও তা হলে সব পোস্ট ডিলিট করে দেব। টাকা না দিলে সামনে সংবাদ সম্মেলন হবে। তার জন্য তুমি রেডি থাকো।’

এদিকে ব্যবসায়ী ইসলাম ফেসবুক থেকে রোকনুজ্জামানের পোস্টের স্ক্রিটশটটি সংরক্ষণ করেন। এটি আত্মীয়স্বজনসহ সবাইকে দেখান। শেষে কাটাখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চান। পুলিশ অভিযোগটি জিডি আকারে রেকর্ড করেন।

জনি ইসলাম জানান, আমি এমন কিছু করিনি যার কারণে আমাকে এভাবে হুমকি দেওয়া হবে বা আমার কাছে থেকে চাঁদা চাওয়া হবে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

অন্যদিকে অভিযুক্ত রোকনুজ্জামান মানিককে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি।

Bootstrap Image Preview