শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ক্যাম্পাসে আসছেন মুহম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে এমন সংবাদই পাওয়া যাচ্ছে।
শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাচ্ছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি শাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন আন্দোলনের মুখপাত্র মীর রানা।
তিনি বলেন, স্যারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তিনি আমাদের জানিয়েছেন ক্যাম্পাসে আসছেন। তিনি এখন রাস্তায় আছেন। আন্দোলন স্থলে এসে তিনি তার অবস্থান ঘোষণা করবেন।
জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নালও দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে স্যার রওনা দিয়েছেন। তার স্ত্রী ইয়াসমিন হক ম্যাডামও সঙ্গে আছেন। তারা ছাত্রদের অনশন ভাঙানোর চেষ্টা করবেন।
ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ইয়াসমিন হক দুজনই শাবিপ্রবির সাবেক অধ্যাপক।
গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সহপাঠীরা অনশন ভাঙার অনুরোধ জানালেও অনশনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের আর্থিক লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া স্বেচ্ছাসেবীরাও চলে গেছেন। এ ছাড়া মঙ্গলবার থেকে ক্যাম্পাসের খাবারের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে শাবিপ্রবির পাঁচ সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়েছে সিলেট পুলিশ। এর আগে ঢাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার।
গত ২১ জানুয়ারি ড. মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির উপাচার্যবিরোধী আন্দোলন নিয়ে গণমাধ্যমে একটি কলাম লেখেন।